
একটা সময় ছিলো যখন ভালো ওয়েব হোস্টিং এর জন্য আমাদের ভীন দেশি ওয়েব হোস্টিং কোম্পানীদের অপর নির্ভর থাকতে হতো। তবে বর্তমানে বাংলাদেশী অনেক হোস্টিং কোম্পানি কম দামে বেশ ভালো হোস্টিং পরিষেবা দিচ্ছে।

আজকে আমরা বাজেট এর মধ্যে থাকা বেশ কয়েকটি ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে জানবো।তার আগে চলুন জেনে আসি , হোস্টিং কি ?
হোস্টিং কি ?
হোস্টিং হলো মূলত একটি স্প্রেস , যেখানে তোমার ওয়েব সাইট এর তথ্য গুলো মূলত হোস্ট করা থাকে। যখন কোন ভিজিটর তোমার ওয়েব সাইট ভিজিট করে তখন মূলত এখান থেকে আপনার ভিজিটর কে , তথ্য সরবারহ করা হয়। পৃথিবীতে ভিবিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সার্ভার গুলো কে মূলত এ কাজে ব্যবহার করা হয়।
বাংলাদেশ সহ পৃথিবীর ভিবিন্ন প্রান্তে হাজার হাজার সার্ভার সেন্টার রয়েছে। যেখানে মূলত তোমার ওয়েব সাইট এর ফাইল গুলো হোস্ট করা থাকে।
কোন ধরনের হোস্টিং সবচেয়ে ভালো ?
হোস্টিং ভিবিন্ন প্রকার এর হয়ে থাকে। যেমন : শেয়ার্ড হোস্টিং , BDIX হোস্টিং , DMCA হোস্টিং , VPS ইত্যাদি। এখন কথা হলো কোন ধরণের হোস্টিং আপনার জন্য ভালো ! উত্তরটা নির্ভর করছে আপনার ওয়েব সাইট এর ভিজিটর সংখ্যা কেমন , কোন দেশের ট্রাফিক সবচেয়ে বেশি । এছাড়া ও আপনার সাইটের কনটেন্ট সংখ্যা কেমন তার উপর ও নির্ভর করে। যদি সাইটে ভিজিটর সংখ্যা কম হয় ও কনটেন্ট কম থাকে তাহলে শেয়ার্ড হোস্টিং নিতে পারেন। তবে ভিজিটর সংখ্যা বেশি হলে আপনার ডেডিকেটেড VPS হোস্টিং নেওয়াই উত্তম।
আর যদি আপনার ট্রাফিক বাংলাদেশী হয়ে থাকে তবে আপনার উচিত হবে , BDIX হোস্টিং নেওয়া।

কম দামে সেরা হোস্টিং কোম্পানী
বর্তমান সময়ে বেশ অনেক বাংলাদেশী হোস্টিং প্রোভাইডার রয়েছে। অনেকেই কম দামে বেশ ভালো সার্ভিস দিলে ও , অনেকেই আবার প্রতারিত হচ্ছেন। আজকের এই আর্টিকেল টি পড়ার পর আশা করি আপনারা আর প্রতারিত হবেন না। কম দামে বেশ ভালো হোস্টিং সেবা নিতে পারবেন।
১. আমার হোস্টার
তো বন্ধুরা আজকের তালিকার প্রথমেই রয়েছে , আমার হোস্টার। এরা বাংলাদেশে বেশ অনেক বছর ধরে কাজ করছে। এদের Student হোস্টিং প্যাকেজ টি শুরু হয়েছে মাসিক মাত্র ৬৫ টাকায়। আমি ব্যক্তিগত ভাবে কয়েক বছর ধরে এদের সার্ভিস ব্যবহার করছি। এছাড়াও এদের কাছে তুমি ক্লাউড হোস্টিং সেবা টি পাবে। যার মানে তুমি মাসিক যতটুকু স্প্রেস ব্যবহার করবে, ততটুকুর জন্যই তোমাকে টাকা দিতে হবে। তাদের এই ক্লাউড হোস্টিং এর সুবিধাটা বেশ ভালো লেগেছে আমার কাছে।
কম দামে আমার হোস্টার একটি সেরা অপশন হতে পারে তোমার জন্য। আমার হোস্টার পজিটিভ কিছু দিক :
- ২৪/৭ ঘন্টা সাপোর্ট ।
- বাজেটের মধ্যে হোস্টিং সেবা।
- ৬+ সার্ভার লোকেশন ।
এছাড়া ও এদের এফিলিয়েট এর মাধ্যমে আপনি তাদের সাইট অন্যদের রেকমেন্ড করার মাধ্যমে ইনকাম করতে পারেন।
কম দামে তাদের সেরা কিছু হোস্টিং প্যাকেজ
- বাজেট হোস্টিং – বাজেট হোস্টিং এর মধ্যে এদের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে যেমন : গ্লোবাল , BDIX , অফসোর সহ আরো বেশ কিছু প্যাকেজ। এদের সর্বনিম্ন প্যাকেজটির মূল্য শুরু হয়েছে ৬৫ টাকা থেকে।
- প্রিমিয়াম হোস্টিং – এদের প্রিমিয়াম হোস্টিং ক্যাটাগরিতে ও বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে , আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে এদের প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ গুলো দেখতে পারেন।
বিস্তারিত তথ্য জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করুন।
| ব্যক্তিগত রেটিং : ৪.৭/৫ |
২. ডায়না হোস্ট
আমার এই লিস্টে ডায়না হোস্ট দুই নাম্বারে থাকার কারণ হলো , তাদের সার্ভিস কোয়ালিটি ও প্রাইসিং। Student ফ্রেন্ডলি , তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো আর কম দামে ভালো হোস্টিং প্যাকেজ খুজো তাহলে আমার হোস্টার ও ডায়না হোস্ট তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। মাসিক মাত্র ৯৯ টাকা থেকে তাদের প্যাকেজ শুরু হয়েছে।
তাদের প্যাকেজ গুলো হলো :
- ওয়েব হোস্টিং – যা শুরু হয়েছে মাত্র ৯৯ টাকা থেকে।
- BDIX ওয়েব হোস্টিং – যা শুরু হয়েছে মাসিক ১৩৪ টাকা থেকে।
- ক্লাউড হোস্টিং – মাসিক ৯৯ টাকা থেকে শুরু ।
- প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং – যা শুরু হয়েছে মাসিক ২৯৯ টাকা থেকে।
এছাড়া ও বাজেটের মধ্যে এদের আরো বেশ কিছু প্যাকেজ রয়েছে। আপনি এদের ওয়েব সাইটে আরো বিস্তারিত জানতে পারবেন।
| ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫ |
৩. WebHostBD
বাংলাদেশ মার্কেটে সেই ২০১২ সাল থেকেই এরা সার্ভিস দিয়ে যাচ্ছে। ফ্রি মাইগ্রেশন এবং ডেইলি বেকাপ সহ রয়েছে ৯৯.৯% আপ-টাইম রেট । বাৎষরিক মাত্র ১২০০ টাকা থেকে এদের Plan 1 শুরু । তবে আপনার যদি কোন ইকমার্স সাইট থাকে এবং ট্রাফিক যদি বাংলাদেশ ভিত্তিক হয়ে থাকে , তাহলে এদের BDIX হোস্টিং প্যাকেজ এর Plan 2 অথবা 3 দিয়ে প্রাথমিক ভাবে শুরু করতে পারেন। পরবর্তীতে কাস্টমার সংখ্যা বাড়লে আরো ভালো একটি প্যাকেজ নিতে পারেন।
হোস্টিং কেনার পর অনেকেই সবচেয়ে বড় যেই সমস্যাটি ফেইস করেন , তা হলো সময় মতো সাপোর্ট টিম এর হেল্প না পাওয়া। এদিক থেকে এরা বেশ সচেতন।
| ব্যক্তিগত রেটিং : ৪/৫ |
শেষ কথা
বন্ধুরা বিভিন্ন ব্যক্তিদের মতামত ও ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে থাকা হোস্টিং প্রোভাইডার গুলো মধ্যে কয়েকটি প্রোভাইডারকে রেকোমেন্ড করলাম। যারা তুলনা মুলক অন্যদের থেকে কম দামে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে। আপনাদের যেকোন মতামত আপনি কমেন্ট এ জানাতে পারেন । আশা করি আপনার কমেন্ট অন্যদের কে সাহায্য করবে।
Leave a Reply