
বন্ধুরা বর্তমানে ওয়ার্ড প্রেস সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট বিল্ডার। নতুন রা খুব সহজেই এটি ব্যবহার করতে পারে। কোডিং এর ঝামেলা নেই বললেই চলে।
আজকে তোমাদের কে পরিচয় করিয়ে দিবো এমন ৩ টি ওয়াড প্রেস থিম সম্পর্কে যা খুব সহজেই তুমি কাস্টমাইজ করতে পারবে , কোন প্রকার কোডিং ছাড়াই। এই ৩ টি WordPress theme তোমার ওয়েবসাইটকে করতে পারে পূর্বের থেকেও স্মাট।
ওয়ার্ডপ্রেস থিম
সাধারণত ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম হিসেবে বর্তমানে Twenty Twenty – Five রয়েছে যাতে তেমন একটা কাস্টমাইজেশন সুযোগ নেই। এক্ষেত্রে তুমি চাইলে মার্কেটে অন্যান্য থিম গুলো ব্যবহার করতে পারো , যেগুলো রয়েছে প্রচুর কাস্টমাইজেশন অপশন। যা ব্যবহার করে তোমার সাইটটিকে তুমি একটি প্রফেশনাল লুক দিতে পারবে।
১. Katen – Blog & Magazine WP Theme
Katen আমার বেশ পছন্দের একটি থিম। এতে একটি ব্লগ সাইটের জন্য প্রয়োজনীয় সকল ফিচার রয়েছে । থিম ফরেস্টে বর্তমানে এর অফিসিয়াল দাম ৩৯ ডলার। তবে তোমরা চাইলে আমাদের ‘‘ রচনা পড়ি ‘‘ এর ডিজিটাল শপ থেকে একেবারেই নামমাত্র মূল্যে এটি পেতে পারো। One click demo আপলোড এর সুবিধা রয়েছে।

এই থিম টির ফিচার সমূহ :
- রেসপন্সিভ ডিজাইন ।
- ৫+ প্রি মেইড ডেমো ।
- এক ক্লিকে ডেমো ইমপোর্ট করার সুবিধা।
- মেগা মেনু, স্টিকি নেভিগেশন, সার্চ বার।
- Elementor Page Builder দিয়ে ড্র্যাগ-এন্ড-ড্রপ এডিটিং (কোনো কোডিং লাগবে না)। ,
- রিলেটেড পোস্ট, পপুলার পোস্ট, ট্রেন্ডিং পোস্ট উইজেট ।
- SEO অপটিমাইজড ও ফাস্ট লোডিং।
- নিয়মিত আপডেট ও প্রিমিয়াম সাপোর্ট।
এছাড়া ও আরো অনেক ফিচার পেয়ে যাবে এই থিম টিতে। এই থিমটি বিশেষ ভাবে ব্লগ , ম্যাগাজিন , নিউজপেপার এর জন্য উপযোগী । এছাড়া ও খুব সহজেই তুমি woocomerce ইন্টিগেশন করতে পারবে।
২. Astra theme
বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি থিম হলো Astra । সুপার ফাস্ট ও রেসপন্সিভ একটি থিম হওয়ার কারণে বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইটেই এই থিমটি ব্যবহার করা হয়ে থাকে। তুমি Astra pro addon ব্যবহার করার মাধ্যমে এর সব ফিচার আনলক করতে পারবে। এক কথায় এটি বর্তমান সময়ে সেরা একটি ওয়ার্ডপ্রেস থিম।

Astra theme এর ফিচার
১. এডভান্স এডার এবং ফুটার অপশন
২. Layout Enhancements
- বক্সড/ ফুল ওয়েথ লেআউট
- Padded Layouts
- বিভিন্ন ব্লগ লেআউট
৩. এডভান্স কালার , ফন্ট কাস্টমাইজেশন এর সুবিধা।
৪. খুব সহজেই Woocomerce ইন্টিগ্রেশন করার সুযোগ।
৫.Hook ব্যবহার করে নিজের মতো কাস্টমাইজেশন এর সুযোগ।
৬. যেকোন পেইজ বিল্ডার ব্যবহার করার সুবিধা।
৭. রেডিমেইড স্টাটার পেমপ্লেট ( ১৮০+ )
৮. এসইও ফ্রেন্ডলি , সুপার ফাস্ট ও লাইটওয়েট।
তবে একটি জিনিস মাথায় রাখতে হবে , তুমি ফ্রিতেই Astra theme এর অনেক ফিচার ব্যবহার করতে পারবে। তবে সব ফিচার আনলক করার জন্য তোমাকে অবশ্যই Astra pro addon ব্যবহার করতে হবে।
৩. জেনারেট প্রেস
Astra থিম এর পাশাপাশি বর্তমানে ফ্রি থিম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি WordPress theme হলো GeneratePress । মাত্র ১০ কেবি ফাইল সাইজ এর এই থিম টি বেশ লাইট ওয়েট ও সুপার ফাস্ট। খুব দ্রুত লোড নেয়। গুগলের page speed এর স্কোর ৯৫-১০০। অথাৎ বুঝতেই পাচ্ছেন বেশ ফাস্ট একটি থিম।
জেনারেট প্রেস থিম এর সব গুলো ফিচার ব্যবহার এর জন্য তোমাকে অবশ্যই GP premium addon টি ব্যবহার করতে হবে। Gutenberg ব্যবহার করে খুব সহজেই তোমরা এর কাস্টমাইজেশন করতে পারবে।
আরো পড়ুন : কম দামে সেরা হোস্টিং প্যাকেজ
জেনারেট প্রেস থিম এর ফিচার
১. লাইট ওয়েট ও ফাস্ট
২. Header , footer ও সাইটবার কাস্টমাইজেশন । ( জেনারেটপ্রেস ব্লক ব্যবহার করে খুব সহজেই হেডার ও ফুটার ডিজাইন করতে পারবেন।)
৩. হুক ব্যবহার করে যেকোন যায়গাতেই কাস্টমকোড বসাতে পারবেন।
৪. Woocomerce ইন্টিগ্রেশনের সুবিধা।
৫. এলিমেন্টর ছাড়াই শুধুমাত্র ব্লক ব্যবহার করেই দারুণ ডিজাইন করতে পারবেন। অনেক সময় দেখা যায় , এলিমেন্টর ব্যবহার করার ফলে সাইট স্লো হয়ে যায়।
নোট : জেনারেট প্রেস একটি ফ্রি থিম , এর সমস্থ ফিচার আনলক করার জন্য তোমাকে অবশ্যই GeneratePress Premium addon ব্যবহার করতে হবে।
শেষ বাক্য
বন্ধুরা আজকের এই আর্টিকেল টিতে আমি চেষ্টা করেছি লাইট ওয়েট ও ফাস্ট কিছু wordpress theme সম্পর্কে তোমাদের পরিচয় করাতে। আশা করি আজকের আর্টিকেল টি যারা পড়ছো তাদের মধ্যে বেশির ভাগই নতুন। তোরমা প্রথম অবস্থায় , হাতে খড়ি হিসেবে Astra অথবা জেনারেট প্রেস ব্যবহার করতে পারো।
Leave a Reply